১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

বরিশালে ট্রলারচালকের লাশ উদ্ধার, গ্রেফতার ৬

উজিরপুরে গ্রেফতার হওয়া আসামি - ছবি : নয়া দিগন্ত

বরিশালের উজিরপুর উপজেলা থেকে নিখোঁজের ১০ দিন পর ট্রলারচালক মাহাবুবুল ইসলামকে (৫০) হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে পাশের উপজেলার বাবুগঞ্জের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ সময় গ্রেফতার ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী বিকেলে বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে ট্রলারচালকের লাশ উদ্ধার করা হয়।

পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

এর আগে চলতি বছরের ৩১ জানুয়ারি রাতে বাবুগঞ্জের সন্ধ্যা নদীতে ট্রলারসহ চালক অপহরণের শিকার হন। পর দিন ১ ফেব্রুয়ারি বাবুগঞ্জ থানায় একটি মামলা করেন মাহাবুবুলের বড় ভাই জামাল।

ভুক্তভোগী মাহাবুবুল উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের সেকান্দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উজিরপুরের শিকারপুর-রাহুতকাঠী খেয়াঘাটে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

গ্রেফতার ছয় ব্যক্তির মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন হত্যার শিকার মাহাবুবুলের ভাতিজা সুজন হালদার, সুজনের মামাতো ভাই রিয়াদ ও নাইম।

হত্যার শিকার মাহাবুবুলের বড় ভাই জামাল বলেন, গত ৩১ জানুয়ারি রাত ১১টার দিকে সন্ধ্যা নদী পার হওয়ার জন্য যাত্রী বেশে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত উঠে। এরপর থেকে আমার ভাই মাহাবুবুল নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলার তিন নদীর মোহনা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন তিনি।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘হত্যার শিকার মাহাবুবুলের আপন ভাতিজাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান তিনি।’


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল