০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

ইন্দুরকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ৩ শিবির নেতা আহত

ছাত্রলীগের হামলায় আহত শিবির নেতারা - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিন নেতা আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনার প্রতিবাদে বালিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত ও শিবিরের নেতারা।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চান সিরাজিয়া মহিলা আলিম মাদরাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় আহত তিন শিবির কর্মীকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাংগঠনিক কার্যক্রম শেষে বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং ইউনিয়ন উপশাখা সভাপতি রিয়ান খান একত্রে বালিপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তারা চান সিরাজিয়া মহিলা আলিম মাদরাসার সামনে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ছাত্রলীগ নেতা আরিফ, জাবের, রাকিব, জুয়েল এবং হাসিবসহ সাত থেকে আটজন অতর্কিত শিবির নেতাদের উপর হামলা চালায়। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিবির নেতাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসাইন জানান, ‘শিবিরের ছেলেরা সাংগঠনিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হামলায় ৩ শিবির নেতা আহত হয়েছে। এ ব্যাপারে আমরা মামলার প্রস্ততি নিচ্ছি।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ‘শিবির নেতাদের উপর হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
রাজউকের নিম্নবিত্ত আবাসনের ১০১১ একর ভূমির বেশির ভাগই বেদখলে স্বৈরাচারের মাথা পালালেও কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রীয় করার চেষ্টা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বে জামায়াত কোথাও জড়িত নয় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে বেশি ভুগবে ইউক্রেন ও ইসরাইল বাংলাদেশ কুড়িতম লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ ৩ ইসরাইলির বিনিময়ে মুক্ত ১৮৩ ফিলিস্তিনি অ্যাটর্নি সার্ভিস ও স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে প্রাণের বইমেলা শুরু

সকল