২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের তিন দিন পর রাব্বি হাওলাদার (১৮) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্র পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গত ১৮ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে রাব্বি হাওলাদার বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে ২১ জানুয়ারি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে।

ওসি আরো জানান, পরবর্তীতে তথ্যের মাধ্যমে জানতে পারি স্কুলছাত্র রাব্বি হাওলাদারের লাশ পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে স্কুলছাত্র নিখোঁজের পর লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে এ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।


আরো সংবাদ



premium cement