২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের তিন দিন পর রাব্বি হাওলাদার (১৮) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্র পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গত ১৮ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে রাব্বি হাওলাদার বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে ২১ জানুয়ারি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে।

ওসি আরো জানান, পরবর্তীতে তথ্যের মাধ্যমে জানতে পারি স্কুলছাত্র রাব্বি হাওলাদারের লাশ পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে স্কুলছাত্র নিখোঁজের পর লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে এ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।


আরো সংবাদ



premium cement
আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ সাংবাদিক ফারজানা রুপা-শাকিলের জামিন স্থগিত রাঙ্গাবালীতে কলেজ কমিটি নিয়ে অসন্তোষ : সভাপতির মামলা, শিক্ষার্থীদের আল্টিমেটাম সিলেটে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত দাভোসে দ্বিতীয় দিনে ১৪ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ‘১৮ হাজার কর্মীকে এপ্রিলের মধ্যে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা চলছে’ ‘৫ আগস্টের দেয়াল ভাঙতে দেয়া হবে না’ গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ পরিবারের ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ‘আই কিউ টেস্ট’ গুরুত্বপূর্ণ : গণশিক্ষা উপদেষ্টা রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর ‘জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ’

সকল