২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

বরগুনায় চাঁদাবাজ ও মাদককারবারিদের মাইকিং করে সতর্ক করল বিএনপি

- ছবি : নয়া দিগন্ত

বরগুনায় চাঁদাবাজ ও মাদককারবারিদের বিরুদ্ধে মাইকিং করে জনগণকে সতর্ক করেছে বিএনপি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বরগুনার বেতাগীতে মাদককারবারি, দখলবাজি ও চাঁদাবাজদের সতর্ক করতে এমন মাইকিং করেছে বিএনপি।

জানা যায়, বরগুনায় বিএনপির বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে নীরব চাঁদাবাজি করছে কিছু ব্যক্তি। স্থানীয়দের এমন অভিযোগের পরে মাইকিং করে চাঁদাবাজির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছ বিএনপি। ফলে এখন স্থানীয় প্রশাসন চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে দাবি বিএনপি নেতাদের।

পৌর শহরসহ উপজেলার সাতটি ইউনিয়নে এ প্রচার চালায় বিএনপি। স্থানীয়রা এ বিষয়টিকে ইতিবাচক বলছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেতাগী উপজেলায় মাদককারবারি ও অসাধু লোকজন রাজনৈতিক ছত্রছায়ায় মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি ও হয়রানি করছে।

এমনকি বিভিন্ন তদবিরের কথা বলেও সালিস বাণিজ্যের নামে সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন হচ্ছে। তাই মাদককারবারি, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেয়ার কথাও জানানো হয়।

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক জানান, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য বেতাগী উপজেলা ও পৌর বিএনপি এ উদ্যোগ নিয়েছে। কারণ গত কয়েক মাস ধরে বিএনপির নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা চালাচ্ছে একটি মহল।’

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, ‘বেতাগীতে চাঁদাবাজির বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সারজিস ডার্কওয়েব সিল্ক রোডের উদ্ভাবক রস উলব্রিক্টকে ক্ষমা ট্রাম্পের বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরাপদে অবতরণ লন্ডন ক্লিনিকে ‘ওয়ান স্টপ সার্ভিসে’ চলবে খালেদা জিয়ার চিকিৎসা ট্রাম্পের শুল্কারোপের জবাব দেবে কানাডা ৫ ঘণ্টা পর দৌলতদিয়ায়-আরিচায় নৌযান চালাচল শুরু ইতিহাস গড়ল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজে প্রথম জয় মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

সকল