দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি : গয়েশ্বর রায়
- বেতাগী (বরগুনা) সংবাদদাতা
- ১৯ জানুয়ারি ২০২৫, ২১:১৬
দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর ছিলেন একজন নিঃস্বার্থ মানুষ। তার মধ্যে কোনো লোভ-লালসা কাজ করেনি। তার আদর্শকে ধারণ করে একমাত্র বেগম খালেদা জিয়া দলকে টিকিয়ে রেখেছেন। তিনি আটক হয়ে জেলে গেলে দুঃসময়ে হাল ধরেন তারেক রহমান। এ দেশ হাসিনামুক্ত বাংলাদেশ হয়েছে। কিন্তু এদেশ এখনো গণতন্ত্রের বাংলাদেশ হয়নি। এটা একমাত্র সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনার বেতাগী উপজেলার খালেদা জিয়া গার্লস স্কুল অ্যান্ড কৃষি কলেজে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বালিকা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিক, হাবীবুল্লাহ বাহার ইউনিভাসির্টি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া।