ভোলায় ২টি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলিসহ আটক ৬
- ভোলা প্রতিনিধি
- ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:০১
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ছয়জনকে আটক করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে দিনভর পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রাসেল (৪৪), পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বনিক (৪৫), লিটন (৫২), মাহবুব (৩০) এবং পারুল বেগম (৪০)। তারা সবাই ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড কমান্ডার রিফাত আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত ১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের সমন্বয়ে ভোলার সদরের মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিমপাড়া এবং গুইঙ্গারহাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, ১টি চায়নিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি ডেগার, ১টি হকস্ট্রিক, ১টি খুর, ২টি দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ৫টি গ্রিফ ওয়াটার, ১২০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২টি ল্যাপটপ, ১টি পাসপোর্ট, ২টি পেনড্রাইভ, ২ ড্রাইভিং লাইসেন্স এবং নগদ চার লাখ ৬২ হাজার টাকাসহ ছয়জন মাদককারবারিকে আটক করা হয়।
তিনি বলেন, জব্দ আলামতসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ভোলা সদর মডেল থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।