১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ভোলায় ২টি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলিসহ আটক ৬

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ছয়জনকে আটকের বিষয়ে প্রেস ব্রিফিং করছে কোস্টগার্ড। ১৯ জানুয়ারি-রোববার। - ছবি : নয়া দিগন্ত

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ছয়জনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে দিনভর পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাসেল (৪৪), পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বনিক (৪৫), লিটন (৫২), মাহবুব (৩০) এবং পারুল বেগম (৪০)। তারা সবাই ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড কমান্ডার রিফাত আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত ১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের সমন্বয়ে ভোলার সদরের মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিমপাড়া এবং গুইঙ্গারহাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, ১টি চায়নিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি ডেগার, ১টি হকস্ট্রিক, ১টি খুর, ২টি দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ৫টি গ্রিফ ওয়াটার, ১২০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২টি ল্যাপটপ, ১টি পাসপোর্ট, ২টি পেনড্রাইভ, ২ ড্রাইভিং লাইসেন্স এবং নগদ চার লাখ ৬২ হাজার টাকাসহ ছয়জন মাদককারবারিকে আটক করা হয়।

তিনি বলেন, জব্দ আলামতসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ভোলা সদর মডেল থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথচলায় সমর্থন জানিয়েছে : মার্কিন রাষ্ট্রদূত রেলওয়ের পরিচালনা ক্ষমতা বাড়াতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া চুক্তি স্বাক্ষর বিজয়ের সেঞ্চুরিও জেতাতে পারেনি রাজশাহীকে নরসিংদীর শিবপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ ঢাকা-মস্কো সম্পর্ক আরো জোরদারে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত বাড়ির ফিরছে ফিলিস্তিনিরা, ঢুকছে ত্রাণের ট্রাক বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক ফতুল্লায় পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ২ গার্মেন্টস ভাঙচুর দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি : গয়েশ্বর রায়

সকল