১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

পিরোজপুরে বাসচাপায় নিহত ২

পিরোজপুরে বাসচাপায় নিহত ২ - ছবি : সংগৃহীত

পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নে বাসচাপায় রিয়াদ ও শাহিন নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের এক যাত্রী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিয়াদ কাজী পূর্ব উত্তর শংকরপাশার বাসিন্দা ও মো: শাহিন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় রিয়াদ ও শাহিনকে চাপা দিলে তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালককে ধরার চেষ্টা চলছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement