২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভান্ডারিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

- ছবি - নয়া দিগন্ত

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১১টায় জামায়াতে ইসলামী ভান্ডারিয়া পৌর শাখার উদ্যোগে ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসা মাঠে সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভান্ডারিয়া পৌর জামায়াত ইসলামীর আমির মাওলানা মো: আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল আঞ্চলিক টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো: জহিরুল হক, সহকারী সেক্রেটারি মো: সিদ্দিকুল ইসলাম, পিরোজপুর জেলা জামায়াতের সাবেক মজলিসে শূরা সদস্য মাওলানা হারুন অর রশিদ, মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শরীফ আব্দুল জলিল, ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: আমির হোসেন খান, সেক্রেটারি মাওলানা মোফাজ্জেল হোসাইন, ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহিম খান, রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি তমিজ উদ্দিন কাজল মিয়া প্রমুখ।

এ সম্মেলনে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌর সভার কয়েক শ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement