২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ

বক্তব্য রাখছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ - নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘আমি কারো লুটপাটের দায়ভার নেব না। কেউ কেউ আছে লুটপাট করে, আমার বদনাম করতে চাইছে।’

রোববার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় ভোলার তজুমদ্দিনে এক দিনের সফরে ডাকবাংলো হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি দু’বার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি ছিলাম। প্রয়োজনে আমি এমপি-মন্ত্রী হবো না, কিন্তু কারো বিরুদ্ধে সুষ্পষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, সে যত বড় নেতা হোক না কেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ লুটপাট করার কারণে পাশের রাষ্ট্রে পালিয়ে যেতে হয়েছে। আমরাও যদি লুটপাট করি আমাদেরকেও সেই পরিণতি ভোগ করতে হবে। আমরা ভারতের কবল থেকে রক্ষা পেয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশকে অস্থিতিশীল করে আজ্ঞাবহ সরকার বসিয়ে বাজার দখলে নিতে চায় ভারত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তিনি উল্লেখ করেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা কোনো বদনাম নিতে চাই না। যত দিন জীবিত আছি সাধারণ মানুষের ওপর যুলুম অত্যাচার হতে দেবো না।’

উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান হাওলাদার, শাহাদাত হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন জুলফিকার, জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আ: হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান সাফা পিন্টু, সদস্য সচিব মো: শাজাহান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব মো: আ: গফুর, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, সম্পাদক মো: সেলিম, ছাত্রদলের সভাপতি মো: রাসেল আহমেদ প্রমুখ।

পরে মেজর হাফিজ শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আলমগীর খোকনের কবর জিয়ারত করেন।


আরো সংবাদ



premium cement