২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাউফলের ধানদী কামিল মাদরাসা সুবর্ণজয়ন্তী উদযাপন

- ছবি : নয়া দিগন্ত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী ধানদী কমিল মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রয়ের কুপন বিক্রি ও পুরস্কার বিতরণের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মাদরাসার সাবেক শিক্ষার্থীরা।

সুবর্ণজয়ন্তী আয়োজন কমিটির সভাপতি ও ধানদী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। আর সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম।

প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ-এর সেক্রেটারি প্রাক্তন ছাত্র ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর, ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মু. ইদ্রীস আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: জামাল উদ্দিন চৌধুরী, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, ইসলামিক স্কলার মুফতি আমীর হামজা।

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো: মোজাহিদুল ইসলাম শাহিন, ধানদী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মু. হাবিবুল্লাহ প্রমুখ। আয়োজিত সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।


আরো সংবাদ



premium cement