বরগুনায় পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা
- বেতাগী (বরগুনা) সংবাদদাতা
- ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২৯
বরগুনার বেতাগীতে পরকীয়ার জেরে লামিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেতাগীর পৌরসভায় বোনের বাসায় বেড়াতে এসে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
লামিয়া আক্তার কাঁঠালিয়ার কচুয়া গ্রামের তোতা মিয়ার মেয়ে।
মৃতের বড় বোন তানিয়া আক্তার জানান, আজ সকাল ৯টায় নাস্তা খেতে ডাকতে গেলে গলায় ফাঁস দেয়া অবস্থায় লামিয়াকে দেখা যায়।
এলাকাবাসী জানান, লামিয়ার স্বামী বিদেশ থাকায় কারো সাথে তার পরকীয়া প্রেম ছিল। যখন এ বিষয় জানাজানি হয় তখন আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন, ‘সকালে লামিয়ার আত্মহত্যার খবর পেয়ে তাৎক্ষণিক তদন্ত কর্মকর্তা মো: ফারুক হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বেতাগী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা