আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬
- আমতলী (বরগুনা) সংবাদদাতা
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৭
বরগুনার আমতলীতে বাস খাদে পড়ে রিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার ছেলে-মেয়েসহ আরো ছয়জন গুরুতর আহত হয়েছে।
রোববার সকাল ৫টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিনা বেগমের বাড়ি যশোরের পুলিশ লাইন কালীখোলা গ্রামে। তার স্বামীর নাম মামুনুর রশিদ।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সুরভী পরিবহনে স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে কুয়াকাটা যাচ্ছিলেন মামুনুর রশিদ। পথে রোববার সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই গাড়িতে থাকা সাতজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান রিনা বেগমকে মৃত ঘোষণা করেছেন।
অপর আহতরা হলেন নিহতের মেয়ে মালিহা (৬) ও আড়াই বছরের ছেলে রায়হান এবং কলাপাড়ার হাজীপুর গ্রামের আকলিমা (৪৭), সানজিদা (২৩) ও মাগুরা শ্রীপুর উপজেলার রাজু মিয়া (২৪)।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো: হানিফ বলেন, ভোররাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত ও ছয়জন আহত হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান বলেন, রিনা নামে এক নারী নিহত এবং ছয়জন আহত হয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম আরিফ বলেন, নিহত রিনা বেগমের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা