ছাত্র আন্দোলনে নিহত বরগুনার শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
- গোলাম কিবরিয়া, বরগুনা
- ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫
বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা দেয়া হয়েছে।
এ সময় বরগুনার তিন শহীদ পরিবারের সদস্যদের মাঝে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা তুলে দেন বরগুনা জেলা জামায়াতে ইসলামী। তিন শহীদ পরিবার হলেন মো: বাবুল মিয়া (জাকির তবক) মো: সিরাজুল ইসলাম (উরবুনিয়া), মো: আবুল বাসার (গহরপুর)।
এ সময় জামায়াত ইসলামী বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মো: মহিব্বুল্লাহ হারুনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জেনারেল মো: আসাদুজ্জামান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা জেলা নায়েবে আমির মাওলানা মো: আফজালুর রহমান, পৌর আমির মাওলানা আ: জলিল, সদর উপজেলা আমির মাওলানা মো: নুরুল আমিন, তালতলী উপজেলা আমির মাওলানা মো: শাহ্ জালাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ্ মো: সুমন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী প্রতিটি শহীদ পরিবারকে অনুদান দেয়া অব্যাহত রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা