২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গণঅভ্যুত্থানে শহীদ রাকিবের লাশ উত্তোলন

- ছবি : সংগৃহীত

বরিশালের বানারীপাড়ার জম্বুদ্বীপ গ্রামের পারিবারিক কবরস্থান থেকে শহীদ রাকিবের (২০) লাশ উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত রাকিব বেপারীর লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমানের নেতৃত্বে ঢাকা থেকে আগত তদন্ত টিম ও বানারীপাড়া থানার এসআই মো: নুরুল ইসলাম এবং শফিকুল ইসলামের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।

জানা যায়, গার্মেন্টসকর্মী শহীদ রাকিব বেপারী গত ২১ জুলাই ঢাকার চিটাগাংরোডের সাইনবোর্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করতে হয়।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান বলেন, ‘রাকিব বেপারী জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্যই লাশটি উত্তোলন করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে তার লাশ পুনরায় দাফন করা হবে।’


আরো সংবাদ



premium cement