ইন্দুরকানীতে বিএনপি নেতা আব্দুল লতিফ হাওলাদারের দাফন সম্পন্ন
- ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
- ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৪৬
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ হাওলাদারের (৬৯) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার জোহরের নামাজের পর ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল লতিফ হাওলাদারের জানাজায় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বিএনপির প্রতিষ্ঠা থেকে আমৃত্যু বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন আব্দুল লতিফ হাওলাদার। তিনি একাধারে ২০ বছর উপজেলা বিএনপির সভাপতি এবং তার আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যায় ঢাকার বক্ষ্যব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয় তার।
আব্দুল লতিফ হাওলাদার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী সাহিদা বেগম পিরোজপুর জেলা মহিলা দলের সভাপতি ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আবুল কালাম আকন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, শিক্ষক নেতা আহসানুর ছগির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলসহ জেলা ও উপজেলা বিএনপি-জামায়াত নেতারা।
ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, ‘আব্দুল লতিফ হাওলাদারের মৃত্যুতে ইন্দুরকানীর রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়। তিনি ফ্যসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ দিন কারাবরণ করেছেন। অনেক সংগ্রাম অনেক পরিশ্রমের পর যখন একটু সুখের সময় এসেছে ঠিক সেই মুহূর্তে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি আশা করি, তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনশক্তি দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।’