‘নির্বাচন বিহীন সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না’
- তালতলী (বরগুনা) সংবাদদাতা
- ১৯ নভেম্বর ২০২৪, ২২:০৯
বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায় স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। সব বিতর্কের অবসান ঘটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিৎ এই সরকারের। অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির একাংশের আয়োজনে সদর রোডের এক জনসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, হাসিনা সরকার দুর্নীতি, নির্যাতন ও আয়নাঘরে নিয়ে মানুষ হত্যা করে ফ্যাসিবাদী ইতিহাস গড়েছে। এ দেশ আমাদের, দেশ রক্ষায় ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মো: শামীম আহসানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের জোমাদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনসভার প্রধান বক্তা এ জেড এম ছালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল আমীন পিপি।
এছাড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জুআরা শিপসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা