১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভোলায় ১৩ মামলার আসামি কুখ্যাত ডাকাত আটক

আটক হওয়া আলতাফ ওরফে আলতু ডাকাত - ছবি : নয়া দিগন্ত

ভোলার আলোচিত ১৩টি মামলার আসামি আলতাফ হোসেন ওরফে আলতু মাতব্বর নামে এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে ভোলাগামী যাত্রীবাহি লঞ্চ এমভি ভোলা থেকে তাকে আটক করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৮-এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো: শাহরিয়ার রিফাত অভি এ তথ্য নিশ্চিত করেন।

আটক আলতু ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্য বাপ্তা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মরহুম আকরাম আলী ওরফে কালাই মাতব্বরের ছেলে বলে জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা জেলার কুখ্যাত জলদস্যু ও সন্ত্রাসী আলতাফ হোসেন মাতব্বর ওরফে আলতু ডাকাতকে মঙ্গলবার ভোরে ভোলাগামী লঞ্চ এমভি ভোলা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ভোলা সদর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও গুরুতর জখমসহ ছয়টি, লক্ষীপুর সদর থানায় হত্যা, চুরি ও চাঁদাবাজিসহ তিনটি, লক্ষীপুরের রায়পুর থানায় চাঁদাবাজি ও গুরুতর জখম দু’টি এবং বরিশালের হিজলা থানায় গুরুতর জখমসহ দ্রুত বিচার আইনে দু’টি মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আলতুবাহিনীর সন্ত্রাসী হামলায় দীর্ঘ ১০ বছর ধরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে ভোলার চরের অসংখ্য পরিবার। কোটি টাকার অধিক মূল্যের গবাদি পশু লুটপাটের পরও আন্তঃজেলার ডাকাত চক্রটি শতশত একর জমির ধান কেটে অসংখ্য পরিবারকে উৎখাত করার নীল নকশা বাস্তবায়ন করেছে। অসহায় চরের বাসিন্দাদের চাঁদা না দেয়ায় মারধর, গুরুতর জখম, নির্যাতন ও হুমকিসহ বিভিন্ন ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এসব অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাহিরে থেকে বহুদিন ধরে আলতুবাহিনী দেশের বিভিন্ন জায়গায় পলাতক থেকে তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছিল।


আরো সংবাদ



premium cement