মির্জাগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি
- মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
- ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
পটুয়াখালীর মির্জাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তরিকুল ইসলামের মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। এ ঘটনায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে ল্যাপটপ বিতরণের কথা বলে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র।
সোমবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সর্তকতামূলক পোস্টের মাধ্যমে এ বিষয়টি মো: তরিকুল ইসলাম নিজেই নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ইউএনও বলেন, ‘মির্জাগঞ্জের সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে ল্যাপটপ বিতরণের কথা বলে ফোন দেয়া হচ্ছে এবং টাকা দাবি করছে একটা প্রতারক চক্র। পরে প্রতিষ্ঠান প্রধানরা বিষয়টি আমাকে অবহিত করেন।’
তিনি বলেন, ‘এ ধরনের ফোন পেয়ে প্রতারিত না হবার জন্য বলা হয়েছে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ বিষয়ে স্থানীয় থানায় জিডিসহ প্রয়োজনীয় আইনি সহায়তা নেয়া হচ্ছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা