১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গলাচিপায় চুরির অভিযোগে মারধরের ৬ দিন পর প্রতিবন্ধীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে আরেকজনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) গোলখালী ইউনিয়নে পান চুরির অভিযোগে মারধরের ছয় দিন পর বাইজিদ গাজী (১৬) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোলখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কালিরচর গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে (প্রতিবন্ধী) বাইজিদ গত ৯ নভেম্বর রাতে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাববুনিয়া গ্রামের রফিক প্যাদার ছেলে জাকির প্যাদার পানের বরজের বাইরে থেকে পান ছিড়ে। এ সময় পান চুরির অভিযোগে বাইজিদকে মারধর করে। মারধরের একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

অপরদিকে একই দিন গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন মৃধা (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মনির উপজেলার আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের বাবর আলী মৃধার ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, মনির হোসেন শুক্রবার সকালে বাড়ির পশ্চিম পাশে (রেইনট্রি) গাছ কাটতে ওঠেন। এ সময় গাছের কাটা অংশ বিদ্যুতের তারের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মনিরকে উদ্ধার করে।

আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, পান ছেড়ার অভিযোগে বাইজিদকে মারধরের কারণে তার মৃত্যু হতে পারে। তবে অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।

অপর ঘটনায় মনিরের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে আ’লীগের বিচার দাবি জাতীয় নাগরিক কমিটির নাম বদলে ৩ মাস পরে খুলেছে গাজীপুরের সাফারি পার্ক রাজধানীতে দিনেদুপুরে ডাকাতি, মালামালের সাথে শিশুকেও নিয়ে গেল দুর্বৃত্তরা চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি গ্রেফতার রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ৫ আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা যাবে না : ডা. তাহের কুষ্টিয়ার জগতি স্টেশনে ২ ঘন্টা ট্রেন আটকে রাখল স্থানীয়রা ‘বিজয়কে নস্যাৎ ও বিতর্কিত করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আ’লীগ’ বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায় জামায়াত : দেলোয়ার হোসাইন কে এই মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড গাজীপুরে নির্ধারিত সময়ের আগেই বেতন পেল টিএনজেড কারখানার শ্রমিকরা

সকল