১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামায়াত নেতারা দেশ রক্ষার জন্য লড়াই করে : হামিদুর রহমান

শরীিয়তপুরে জেলা জামায়াতের রুকন সম্মেলনে বক্তব্য দিচ্ছেন হামিদুর রহমান আযাদ - ছবি : নয়া দিগন্ত

জামায়াত নেতারা দেশ রক্ষার জন্য লড়াই করে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সব সময় প্রস্তুত। আর সেই লক্ষ্যকে সামনে রেখে জামায়াত এগিয়ে চলছে। জামায়াত নেতারা দুনিয়ার সকল লোভ লালসাকে পায়ের নিচে ফেলে নিরলসভাবে কাজ করে যায়।’

তিনি বলেন, ‘প্রতিটি মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। যারা দায়িত্ব পালনে অবহেলা করবে পরকালে তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই জামায়াতের নেতারা কখনো দায়িত্ব নেয়ার জন্য চেষ্টা তদবির করে না। দায়িত্ব অবহেলা করে জামায়াতের নেতা হওয়া যায় না।’

রোববার (১০ নভেম্বর) বিকেলে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আয়োজিত জেলা শূরা সদস্য নির্বাচন, রুকন সম্মেলন ও জেলা আমিরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘নতুন বাংলাদেশ গঠনে জামায়াতের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এ দেশকে অস্থির করার জন্য। কিন্তু জামায়াতে ইসলামী অতীতে যেমনিভাবে তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করেছে, বর্তমানেও ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ আছে।

তিনি বলেন, ‘সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে এদেশের মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যে দেশে জুলুম নির্যাতনের কোনো স্থান থাকবে না। আগামীর বাংলাদেশ হবে কুরআনের আলোয় আলোকিত এক নতুন বাংলাদেশ। এ ছাড়া তিনি কুরআনের আইন প্রতিষ্ঠিার প্রত্যয়ে আগামী দিনে নিজেদের কর্মতৎপরতা বাড়ানোর জন্য সকল রুকনদের প্রতি আহ্বান জানান।’

শরীয়তপুর জেলা আমির মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর অঞ্চল সহকারী পরিচালক মুহাম্মদ দেলেয়ার হোসেন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি।

এ সময় অন্যদের মধ্যে ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, ফরিদপুর জেলা আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, মাদারীপুর জেলার সাবেক আমির মাওলানা আবদুস সোবহান খান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কে এম মকবুল হোসাইন বক্তব্য দেন।


আরো সংবাদ



premium cement