০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দশমিনায় প্রেমের টানে শ্রীলঙ্কার যুবক

দশমিনায় প্রেমের টানে শ্রীলঙ্কার যুবক দিলশান মাদুরাঙ্গা - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশী তরুণী সুবর্না আক্তারের প্রেমের টানে ছুটে এলেন শ্রীলঙ্কার যুবক দিলশান মাদুরাঙ্গা।

বুধবার (৬ নভেম্বর) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য গছানী গ্রামে এ ঘটনা ঘটে।

এরপর পরিবারিক সম্মতিতে ৭ নভেম্বর দিলশান মাদুরাঙ্গা ওরফে দিলশান ইসলামের সাথে সুবর্নার বিবাহ হয়।

জানা গেছে, গত পাঁচ বছর আগে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য গছানী গ্রামের নিজাম সিকদারের মেয়ে সুবর্না আক্তার পাড়ি দেন জর্ডানে। সেখানে তিনি একটি গার্মেন্টসে কাজ নেন। ওই গার্মেন্টসে দিলশান মাদুরা ওরফে দিলশান ইসলামও কাজ করেন। ওখানেই তাদের পরিচয়। পাঁচ বছর ধরে প্রেম করছেন তারা। গত ৪ অক্টোবর সুবর্না বাংলাদেশে চলে আসেন। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ অব্যহত থাকে। গত ৬ নভেম্বর সকালে দিলশান মাদুরাঙ্গা ওরফে দিলশান ইসলাম পটুয়াখালী এলে সেখনে সুবর্না আক্তার তাকে রিসিভ করে। পরে ৭ নভেম্বর পটুয়াখালী নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিবাহ করেন। পরে একই দিনে সুবর্নার গ্রামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।

দিলশান মাদুরাঙ্গা ওরফে দিলশান ইসলাম জানান, ‘আমরা দু’জন একই গার্মেন্টসে কাজ করতাম ওখান থেকে আমাদের পরিচয়। আমাদের পাঁচ বছরের সম্পর্ক। আমরা দু’ভাই এক বোন। পরিবার আমাদের সম্পর্কের বিষয়টি জানেন। তাদের সম্মতিতে আমাদের বিবাহ হয়েছে।

সুবর্না আক্তারের বাবা নিজাম উদ্দিন সিকদার জানান, ‘আমার মেয়ের সুখেই আমার সুখ। এখানে আমার কিছুই বলার নেই।’


আরো সংবাদ



premium cement
বরিশালে ২ কাউন্সিলরসহ গ্রেফতার ৫ বাংলাদেশে বাম রাজনীতির গতি-প্রকৃতি গাজায় প্রতিদিন গড়ে ৬৭ শিশু নিহত হয় : জাতিসঙ্ঘ আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে : ভিপি নুর জেন-জিকে বিএনপির কাছে টানার কৌশল গাজা নিয়ে নেতানিয়াহুর গোপন পরিকল্পনা ফাঁস করলেন সদ্য বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী ট্রাম্প আসায় কেমন হবে ওয়াশিংটন-ঢাকা সম্পর্ক ‘অত্যাচার, নির্যাতন, লুটতরাজের কারণে আ’লীগের পতন হয়েছে’ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : উপদেষ্টা রিজওয়ানা হাসান জামায়াত একটি ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় : নূরুল ইসলাম বুলবুল

সকল