বরিশালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
- ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)
- ০৭ নভেম্বর ২০২৪, ১৫:৫৬
বরিশালের মুলাদীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্ত দশজন ব্যবসায়ীদের মাঝে এ আর্থিক সহায়তা দেয়া হয়।
এর আগে উপজেলার গাছুয়া ইউনিয়নের মিয়ারহাট বাজারে ৫ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আবু ছালেহ-এর সভাতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দীন মুহাম্মদ বাবর।
এ সময় গাছুয়া ইউনিয়ন সভাপতি মো: দিদারুল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো: আব্দুল মোতালেব, উপজেলা কর্মপরিষদ সদস্য মু: আব্দুল্লাহ আহাদ, মুলাদী পৌরসভা আমির ডা. মো: মোর্শেদ আলম, চরকালোন ইউনিয়ন আমির মো: আব্দুল খালেক, মিয়ারহাট বাজার কমিটির সভাপতি মো: নেসার উদ্দীন। এছাড়া বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জহির উদ্দীন মুহাম্মদ বাবর বলেন, ‘মানুষ যেখানে বিপদগ্রস্ত হয় সেখানেই জামায়াতে ইসলামী ছুটে যায়। জামায়াতে ইসলামীর মূল উদ্দ্যেশ্য হলো মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এর ধারাবাহিকতায় প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের ক্ষয়ক্ষতি হলে সবার আগে জামায়াতে ইসলামী ছুটে যায়। জামায়াতের কর্মী মানেই একজন সমাজকর্মী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা