০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

বানারীপাড়ায় নদীতে নিখোঁজের ৫০ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

উদ্ধার হওয়া জেলে শহীদ শিকদার - ছবি : নয়া দিগন্ত

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকারের সময় অভিযান চলাকালে নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে নিখোঁজ জেলে শহীদ শিকদারের (৭২) ভাসমান লাশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে চাখার ইউনিয়নের জাংগালিয়া গ্রামের সন্ধ্যা নদীতে জেলেরা শহীদ সিকদারের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে।

শহীদ সিকদার ওই উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়ি ৬ নম্বর ওয়ার্ডের মো: ফয়জর আলী সিকদারের ছেলে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর ) রাত ১০টার দিকে স্পিড বোট ও দু’টি ট্রলার নিয়ে বানারীপাড়া সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্রর নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে শহীদ সিকদার ও নুরুদ্দীন নামের দু’জেলে পালিয়ে যেতে নদীতে ঝাঁপ দেন। এ সময় নুরুদ্দীন আটক হলেও শহীদ সিকদারকে খুঁজে পাওয়া যায়নি। ঝাঁপ দেয়ার ৫০ ঘণ্টা পর জাংগালিয়া এলাকার শহীদ সিকদারের লাশ ভেসে ওঠে। শহীদ সিকদারকে খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজন মাইকিং করাসহ নৌকা ও ট্রলার নিয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজেন।

জানা গেছে, অভিযানের সময় কালির বাজারের জেলেরা এসিল্যান্ডের উপর হামলা চালায়। ওই সময় শহীদকে নদীতে খুঁজে না পেয়ে নুরুদ্দীনকে নিয়ে অভিযান স্থগিত করে তীরে ফিরে যান তারা। পরে তিনি প্রতিবন্ধী নুরুদ্দীনকে স্থানীয় এক ব্যক্তি ও তার মায়ের মাধ্যমে ওই দিন রাত আনুমানিক ১টার দিকে ছেড়ে দেন।

বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার জানান, শহীদ সিকদারের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের দাবি জানালে জেলা প্রশাসক বরাবারে আবেদনের পর ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি ও ইউএনও জেলে শহীদ সিকদারের উপজেলার মসজিদ বাড়ি গ্রামে গিয়েছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও ময়নাতদন্ত করতে না চাওয়ায় যথাযথ প্রক্রিয়ায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র জানান, ‘২৯ অক্টোবর রাত ৯টার দিকে সন্ধ্যা নদীতে অভিযান চলাকালে মসজিবাড়ি এলাকায় স্পিড বোট ও দু’টি ট্রলার নিয়ে যাই। ওই সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করছিলেন শহীদ সিকদার ও নুরুদ্দীন নামের দু’জেলে। আমাদের টের পেয়ে শহীদ শিকদার ও নুরুদ্দিন পালানোর উদ্দেশে নৌকা থেকে নদীতে ঝাঁপ দেয়। এ সময় প্রতিবন্ধী নুরুদ্দীন ধরা পড়লেও শহীদ সিকদার নিখোঁজ হন।’


আরো সংবাদ



premium cement