২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

ক্ষমতার লিপ্সা থেকেই পৈশাচিক হত্যাকাণ্ডের নেশা চেপে বসেছিল আ.লীগের : শামীম সাঈদী

বক্তব্য রাখছেন শামীম সাঈদী - ছবি : নয়া দিগন্ত

সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেছেন, আওয়ামী লীগ ‘৭১ সালে মুক্তিযুদ্ধে ঠিকই নেতৃত্ব দিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের খুনের নেশা চেপে বসেছিল। জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছিল। সেই খুনের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যেই লোভ, সেই লিপ্সা থেকেই তারা ২৮ অক্টোবরের পৈশাচিকতা তৈরি করেছিল। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতেই ২৮ অক্টোবর ও ৫ মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় সরকারি এমএন একাডেমি মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে নগরকান্দা উপজেলা জামায়াতের উদ্যোগে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

এ সময় শামীম সাঈদী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও পৈশাচিক হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করার মাধ্যমে তারা যেই হত্যা-লুণ্ঠন, নির্যাতন-নিপীড়ন, মামলা-হামলা করেছে তার প্রতিবাদ স্বরূপ ৫ আগস্ট সৃষ্টি হয়েছে। এ দেশের ছাত্র-জনতার এক অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন হয়েছে। এই বাংলাদেশকে আর কোনোদিন সেই খুনি-লুটেরাদের কবলে পড়তে দেয়া যাবে না।

তিনি বলেন, আমরা সঠিক সময়ে নির্বাচন চাই। একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠনের জন্য জামায়াতে ইসলামী ওই নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণকে সাথে নিয়ে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব।

নগরকান্দা উপজেলা জামাতের আমির মাওলানা সোহরাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত গণসমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দিন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবু হারিস মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এনায়েত হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদুল হুদাসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও শিবিরের কয়েক হাজার নেতারা।


আরো সংবাদ



premium cement
পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান, সাথে আছেন আগা সালমান ইউএস-বাংলার ফ্লাইটে মিলল ৭ কেজি স্বর্ণ কমলাপুরের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল : ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনারকে বিমানবন্দরে আটকে দিলো পুলিশ নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ক্ষমতা কেন অবৈধ নয় : হাইকোর্ট সাংবিধানিক সঙ্কট সৃষ্টির পাঁয়তারা চলছে : সালাহউদ্দীন আহমেদ খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আটক ২ ছাত্রলীগের শামসুন্নাহার হলের ঊর্মি ও সূর্যসেন হলের রাকিব গ্রেফতার গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শিবচরে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত

সকল