২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬
`

কুয়াকাটায় ঘূর্ণিঝড় দানার আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত

ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি - ছবি : নয়া দিগন্ত

কুয়াকাটার তাহেরপুরে ঘূর্ণিঝড় দানার আঘাতে ঘরবাড়ি বিধ্বস্তসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঘূর্ণিঝড় দানার আঘাতে এ ঘটনা ঘটে।

সরজমিন ঘুরে দেখা গেছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলজুড়ে দু’দিন ধরে ভারী ও মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটার তাহেরপুর এলাকায় বাতাসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তাহেরপুর এলাকার রুবেলের ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। একই এলাকার বেল্লালের বাড়িতে গাছ উপড়ে পড়ে ঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাবুল সরদারের বসতঘরের চাল ও বেড়া বাতাসে উড়িয়ে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মাওলানা আব্দুর জব্বার বলেন, ‘ঘূর্ণিঝড়ের আঘাতে প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যে এলাকায় অনেক ঘরবাড়িসহ গাছপালা উপড়ে ফেলে। এতে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।’

জামাল সরদার বলেন, ‘প্রচণ্ড বাতাসের কারণে আমাদের মসজিদের অর্ধেক চাল উড়ে গেছে। এ সময় আমের গাছও উপড়ে ফেলে।’

লতাচাপরি ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসল্লী বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যে সকালে কুয়াকাটা তাহেরপুর এলাকায় ঘূর্ণিঝড়ের আঘাতে অনেক ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি প্রশাসনসহ সবাইকে ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।’


আরো সংবাদ



premium cement