২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩০, ১৬ রবিউস সানি ১৪৪৬
`

উপকূলে কার্তিকের বৃষ্টি, পৌর শহরে দুর্ভোগ

উপকূলে কার্তিকের বৃষ্টি, পৌর শহরে দুর্ভোগ - ছবি : নয়া দিগন্ত

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে সকাল থেকেই দুপুর পর্যন্ত ভারি বৃষ্টিপাত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) কার্তিকের শুরুতে এমন অঝোর ধারায় বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে।

সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে দুর্ভোগে পড়েছে জনসাধারণ। অন্য দিকে কৃষকের জন্য আশির্বাদ হয়েছে বলে একাধিক কৃষক জানান।

বরিশাল আবহাওয়া অফিসের তথ্যানুসারে জানা গেছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারি বৃষ্টি হয়েছে। বেতাগী পৌর শহরে পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা না থাকার কারণে শহরের কিছু কিছু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শনিবার ও বুধবার বেতাগী পৌর শহরের সাপ্তাহিক হাটের দিন থাকায় বিপাকে পড়েছে জনসাধারণ। পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ষাটোর্দ্ধ মো: মানিক মৃধা শনিবার দুপুরে বেতাগী পৌর হাটে বাজার করতে এসেছেন।

তিনি বলেন, পানি নিষ্কাশনের জন্য পৌর শহরে পরিকল্পিত ড্রেনেজ করা অতি জরুরি বলে দাবি করেন।

পৌর শহরের রিকশাচালক বিমল পরামানিক বলেন, ‘বৃষ্টি বেশি হলেই নিন্মাঞ্চল পানিতে তলিয়ে যায়, এতে দুর্ভোগ পোহাতে হয় রিকশা চালকদের।’

অন্যদিকে কার্তিকের প্রথম সপ্তাহে ভারি বৃষ্টিতে কৃষকের রোপা আমনের ক্ষেতে অনেক উপকার হয়েছে এমন দাবি এলাকার একাধিক কৃষকের।

বেতাগী পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কৃষক স্বপন মোল্লা ও রফিকুল ইসলাম বলেন, ‘কার্তিকের বৃষ্টিতে আমনের মাঠ, শাক-সবজির ফসলের বিশেষ করে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির রাসায়নিক ও জৈব সারের উপকার করেছে।’

এ বিষয় কৃষিবিদ লিটন কুমার ঢালী বলেন, ‘বৃষ্টিতে মাটিতে বিদ্যমান জৈব ও রাসায়নিক সার অতি সহজে নাট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস উপাদানগুলো চাহিদা মেটাতে সক্ষম হবে।’

বেতাগী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘শহরের কিছু কিছু ওয়ার্ডে ড্রেনেজ রয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় পানি নিষ্কাষিত হতে একটু সময় লাগছে। তবে এ সমস্যা থেকে সমাধানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে।’

বেতাগী পৌর শহরের টাউন ব্রিজের পূর্বপাড় ডাক বাংলোর সামনে থেকে শনিবার দুপুরে ছবিটি তোলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
আ’লীগ ১৪ দল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি পুলিশের মূর্তিমান আতঙ্ক ধনঞ্জয়ের খোঁজ মিলছে না বিশ্বে স্বাস্থ্যসেবার বাইরে এখনো ৪৫০ কোটি মানুষ ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় দিবস বাতিলের মিছিলে পিটুনি যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া কোনো বন্দিমুক্তি নয় : হামাস ২৯৭ কোটি টাকার কাজ পাচ্ছে গত সরকারের আস্থাভাজন প্রতিষ্ঠান! তহবিল ব্যবস্থাপনায় কাহিল পুনর্গঠিত ব্যাংকের কর্মকর্তারা বিএসএমএমইউতে কম টাকায় কিডনি প্রতিস্থাপন বন্ধ শিগগিরই শুরুর আশ্বাস হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে জান্তা পতনে মিয়ানমারে মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এক সাথে লড়ছে ইলেকশন কমিশন গঠনে দ্রুতই সার্চ কমিটি হবে : মাহফুজ

সকল