০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পাথরঘাটায় ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

পাথরঘাটায় ২০ কেজি ওজনের অজগর উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

বরগুনার পাথরাটায় লোকালয় থেকে ১০ ফুট লম্বা এবং ২০ কেজি ওজনের একটি অজগর সাপ জালে পেচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বরের ভাবলাতলা এলাকা থেকে বন বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ‎ফারুক হোসেন জানান, সকালের দিকে তিনি ও তার স্ত্রী ফোস ফোস শব্দ শুনে কাছে গিয়ে জালে পেচানো অবস্থায় সাপটিকে দেখতে পান। এ সময় পার্শ্ববর্তী লোক জনকে জানালে তারা বন বিভাগকে জানায়। বন বিভাগের লোকজন এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

‎বন বিভাগের কর্মী জহির হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে একটি সাপের কথা জানতে পারি। পরে সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে পাথরঘাটার সংরক্ষিত বনে উদ্ধারকৃত অজগর সাপটিকে অবমুক্ত করা হয়।

পরিবেশ কর্মী ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে লোকালয় সাপ আসছে। এর আগে ছোট ছোট সাপ ধরা পরলেও গত কিছু দিন ধরে পাথরঘাটায় বড় সাপ ধরা পরছে। জনমনে আতঙ্ক দিন দিন বাড়ছে। ‎বন বিভাগে লোকবল বৃদ্ধি করে বন্যপ্রাণি উদ্ধারে প্রশিক্ষিত কর্মী নিয়োগ দেয়ার দাবি জানান তিনি।


আরো সংবাদ



premium cement