২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ববিতে শীর্ষ ৩ পদ শূন্য, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সমন্বয়কদের

ববিতে শীর্ষ ৩ পদ শূন্য, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সমন্বয়কদের - নয়া দিগন্ত

দীর্ঘ সময় ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ থেকে শুরু করে শীর্ষ পদগুলো শূন্য থাকায় দ্রুত ভিসি নিয়োগের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত ভিসি নিয়োগের এ আল্টিমেটাম দেয় তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ নিয়মিত ভিসি, প্রক্টর, প্রভোস্টসহ প্রশাসনিক প্রায় সকল পদ শূন্য হয়ে আছে। যে কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতি চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে সৎ, যোগ্য এবং জুলাই অভ্যুত্থানের বিপ্লবী চেতনায় উজ্জীবিত একজন ভিসি নিয়োগ দেয়ার আহ্বান জানাচ্ছি।

আরো বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ভিসি নিয়োগ দেয়া না হয় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

শিক্ষার্থীরা জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো। পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহিদুল ইসলাম শাহেদ এ বিষয়ে বলেন, আমরা দেখেছি ঢাবি, চবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই ভিসি নিয়োগ দেয়া হয়েছে। আমরা আশা করেছিলাম, অন্তত চলতি সপ্তাহের প্রথম দিন আমাদের বিশ্ববিদ্যালয়েও ভিসি আসবেন কিন্তু কোনো এক অজানা কারণে সেরকমটি হয়নি। তাই আমরা মনে করছি, বিশ্ববিদ্যালয়ের চলমান সঙ্কটের কথা তুলে ধরে দ্রুততম সময়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের ব্যাপারে আহ্বান জানানো দরকার। আহ্বানে সাড়া না পেলে আমরা আন্দোলনের কথাও ভাবছি।


আরো সংবাদ



premium cement
সাংবাদিক তুরাব হত্যা মামলায় ওসি মঈন গ্রেফতার নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে বাস, আহত ১৫ দেশের উন্নয়ন কাজ বন্ধ হয়নি, হবেও না : উপদেষ্টা সাখাওয়াত আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা ট্রাইব্যুনালে প্রথমবারের মতো হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ ‘উপহার নয়, ভারতে ইলিশ রফতানি করা হবে’ সাভারে চাঞ্চল্যকর বাবা-ছেলে হত্যাকাণ্ডে মূলহোতাসহ গ্রেফতার ২ লালশাক-সবজিতে মাত্রারিক্ত রাসায়নিক, ফলে কীটনাশক ইসলাম রাশিয়ার ঐতিহাসিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ : রুশ প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা সপ্তাহে ৭ দিনই বাসে হাফ ভাড়া দিতে পারবে লালমনিরহাটে শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

সকল