চুয়াডাঙ্গা ৬০০ ফলদ পেঁপে গাছ কর্তন প্রধান আসামি আওয়ামী লীগ সেক্রেটারি
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চুয়াডাঙ্গার দামুড়হুদার ছয়ঘরি গ্রামে ফলদ ৬০০ পেঁপে গাছ কেটে দেয়ার অভিযোগে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারিসহ সাত-আটজনকে আসামি করে গতকাল শনিবার দর্শনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার বাদি আ: কাদের জানান আমার বাবা মরহুম বিল্লাল হোসেন দেশ স্বাধীনের আগে একই গ্রামের মরহুম শওকত আলির কাছে ৮৭ শতক জমি বর্গা দিয়েছিল। সে থেকে তারা ওই জমিতে চাষাবাদ করে আসছিল। কিন্তু কিছুদিন আগে জানতে পারি যে ওই জমি নিজের বলে শওকত ও তার ছেলেরা ভুয়া কাগজ করেছে। তাই ১০ মাস আগে তাদের বিরুদ্ধে কোর্টে একটি মামলা করি। একপর্যায়ে গত ছয় মাস আগে জমি নিজেদের দখলে নেই এবং পেঁপে বাগান করি।
এদিকে প্রতিপক্ষ ওই জমি পুনরায় দখলে নেয়ার চেষ্টা করে এবং গত শুক্রবার ওয়ার্ড আওয়ামীলীগ সেক্রেটারি মিজানুর রহমান বাবলুর নেতৃত্বে ২০/২৫ জনের একটিদল জমির প্রায় ৪৫ শতক অংশের ৬শ ফলন্ত পেঁপে গাছ কেটে দেয় এবং বাড়িতে হামলা করে ভাঙচুর ও টাকা পয়সা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন। এছাড়াও পেঁপেগাছ কেটে উল্টো আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
সেক্রেটারি মিজানুর রহমান বাবলু জানান আমার বাবা একই গ্রামের মৃত বিল্লাল হোসেনের কাছ থেকে জমি কিনেছিল,যা আমরা চাষ করে আসছি, পেঁপে গাছ তারাই কেটে আমাদের দোষারোপ করছে। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান উভয়পক্ষের দুটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা