১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

আমনের বীজতলা নষ্ট চারাসঙ্কটে দিশেহারা চাষিরা

-

পটুয়াখালীর দশমিনা উপজেলার চাষিরা এবার আমন চাষ নিয়ে বিপাকে পড়েছেন। উত্তর অঞ্চলের দুই দফা বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে বেশির ভাগ জমির বীজতলা চারাসঙ্কটে দিশেহারা চাষিরা। নতুন করে বীজতলা তৈরি করার অবস্থাও নেই এখন। ফলে প্রতি কেজি আমনের চারা ৭০০ থেকে এক হাজার টাকা দরে ক্রয় করছেন চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলের চাপে তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর বেড়িবাঁধসহ শাখা খালের প্রায় ২২টি স্থান ভেঙে পানি ঢুকে বাঁশবাড়িয়া, বহরমপুর, বেতাগী সানকিপুর, আলীপুরা, দশমিনা, রনগোপালদী ও নদীবেষ্টিত চর বোরহানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। চলতি বছর উপজেলার ৭টি ইউনিয়নে বিভিন্ন জাতের ১৮হাজার ১৭২ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন নতুন ফল বাগান তৈরির ফলে গত বছরের চেয়ে ২২৮ হেক্টর কম হয়েছে বলে দাবি কৃষি অফিসের। উপজেলার ৭টি ইউনিয়নে ৬০ হেক্টর রোপা আমনের বীজতলার ক্ষতি হয়েছে।

সরেজমিন দেখা গেছে, বাঁশবাড়িয়া, বহরমপুর, বেতাগী সানকিপুর, আলীপুরা, দশমিনা, রণগোপালদী ও নদীবেষ্টিত চর বোরহান গ্রামে ক্ষতিগ্রস্ত আমনের খেতে পচে যাওয়া চারা পড়ে আছে। কোনো স্থানে বীজতলা নেই।
বাঁশবাড়িয়া গ্রামের কৃষক নুর হোসেন মৃধা, আলতাব মাতুব্বার ও সেলীম মিয়া বলেন, আমনের বিজ তলা নষ্ট হওয়ায় প্রতি কেজি আমনের চারা ৭০০ থেকে এক হাজার টাকা দরে ক্রয় করে আমন চাষ করছেন চাষিরা।
দক্ষিণ দাসপাড়া গ্রামের কৃষক শংকর চন্দ্র শীল ও জামাল হাওলাদার বলেন, প্রায় চার একর জমিতে রোপা আমনের সবই নষ্ট হয়ে গেছে। আর চাষ করতে পারবেন কি না- এ নিয়ে দুশ্চিন্তায় আছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহম্মেদ বলেন, ক্রয় করে হলেও কোনো জমিতে আমন চাষ বন্ধ রাখা যাবেনা। প্রয়োজনে গোছিকম দিয়ে চাষ করা হবে। কৃষকরা বিভিন্ন স্থান থেকে আমনের চারা ক্রয় করে আমন চাষ করছেন।

 


আরো সংবাদ



premium cement
বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ টিউলিপের পদ্যতাগ : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

সকল