১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

কাউখালীতে আমড়ার ফলন কম বিপাকে পড়েছেন চাষিরা

-

পিরোজপুরের কাউখালীতে আমড়ার ফলন এবার খুবই কম হয়েছে। এতে বিপাকে পড়েছেন আমড়া চাষিরা। ঘূর্ণিঝড় রেমালসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার উপজেলায় আমড়ার ফলন গত বছরের মতো হয়নি।
অত্র উপজেলায় আমড়ার আবাদ বরাবরই ভালো হয়। ভালো দাম ও চাহিদা থাকায় এ উপজেলায় বাণিজ্যিকভাবে আমড়া চাষ হয়ে থাকে। উপজেলার প্রায় প্রতিটি বাড়িতে আমড়া গাছ রয়েছে। রাস্তার পাশে, বাড়ির উঠানে একটি আমড়া গাছ লাগানো প্রতিটি মানুষের অভ্যাসের পরিণত হয়েছে। আবার অনেকেই বাণিজ্যিকভাবে চাষ করছেন। কোন কোন চাষি বাগান থেকে বছরে ৫০ হাজার টাকা থেকে লক্ষাধিক টাকা আয় করেন শুধু আমড়া থেকে।

শ্রাবণ ও ভাদ্র মাসে পরিপক্ব আমড়া পাওয়া যায়। গ্রামের বেশির ভাগ এলাকায় আমড়া কেনা-বেচার বেপারি রয়েছে। তারা ফাল্গুন চৈত্র মাসে আগাম টাকা দিয়ে বাগান কিনে রাখেন। আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত গাছ থেকে আমড়া পেড়ে বাজারে নিয়ে বিভিন্ন আড়তে বিক্রি করেন তারা।
উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে আমড়ার আড়ৎ। ওই সব আড়ৎ থেকে আমড়া কিনে বেপারিরা ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় চালান করেন। উপজেলার চিড়াপাড়া গ্রামের আমড়া ব্যবসায়ী মোস্তফা মোল্লা ও পারসাতুরিয়া গ্রামের খাইরুল ইসলাম জানান, মধ্যস্বত্বভোগীদের কারণে আমড়ার ভালো দাম থেকে বঞ্চিত হন চাষিরা। আমরা আড়তদারের কাছে প্রতি মণ আমড়া বিক্রি করি ৮০০ টাকা থেকে ৯০০ টাকায়।

কাউখালী বাসস্ট্যান্ডসংলগ্ন আমড়ার আড়তদার ফোরকান হোসেন জানান, ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ৩০ মণ থেকে ৪০ মণ আমড়া ক্রয় করে বিভিন্ন মোকামে চালান করি। উপজেলার পুরাতন আড়তদার জাহাঙ্গীর হোসেন বলেন, কাউখালির আমড়া খুবই সুস্বাদু। তাই এখানকার আমড়ার চাহিদা খুব বেশি। প্রতিদিন ১৫০ থেকে ৩০০ মণ আমড়া যাচ্ছে দেশের বিভিন্ন শহরে।
কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, কৃষি বিভাগ থেকে আমড়া চাষিদের সব রকমের পরামর্শ প্রদান করা হয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর কাউখালীতে আমড়ার ফলন কম হয়েছে। এটি একটি অর্থকরী ফসল হওয়ায় কৃষকরা আমড়া চাষে আগ্রহী হচ্ছেন।

 


আরো সংবাদ



premium cement
বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ টিউলিপের পদ্যতাগ : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

সকল