০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ফেনীতে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

-

ফেনীর পরশুরাম উপজেলায় দুই কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে বিজিবির মজুমদারহাট ও পরশুরাম বিওপির দু’টি বিশেষ টহলদল পরশুরাম উপজেলার উত্তর বাউরপাথর এলাকার জনৈক নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন সরে পড়ে। পরে ওই বাড়িটি তল্লাশি করে ৮০ গাইট ভর্তি তিন হাজার ৯১৯ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। বাড়িসংলগ্ন একটি বাঁশবাগানে পরিত্যক্ত অবস্থায় আরো ১৫ গাইট ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করা হয়। জব্দকৃত কাপড়ের মূল্য দুই কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা আরো বলেন, চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব মালামাল কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement