১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

-

ভূমি দখল, অনিয়ম, দুর্নীতি ও লুটপাট এবং অসৌজন্যমূলক আচরণের দায়ে রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা আওয়ামী লীগের একাংশের আয়োজনে উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম মিনু, সহসভাপতি রফিকুল আলম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ শাহ নেওয়াজ তুহিন, সাংগঠনিক সম্পাদক এস এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আফজাল হোসেন বিপ্নব, দফতর সম্পাদক সোলায়মান হোসেন মধু, সাবেক সহসভাপতি এনআর জাহাঙ্গীর রবু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার সভাপতি বন্দবেড় ইউপি ও ছয়টি ইউনিয়নের তৃণমুল আ’লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে শাহ্ নেওয়াজ তুহিন লিখিত বক্তব্য পাঠ করেন। এতে উল্লেখ করা হয়, জাকির হেসেন প্রতিমন্ত্রী থাকাকালীন ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, দুর্নীতি, লুটপাট, ভূমি দখল, চর দখল, কবরস্থান দখল, মায়ের মাজারের নামে পাহাড় দখল, সরকারি জায়গা দখল, এলসি পয়েন্ট তুরা রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব নামীয় শিক্ষাপ্রতিষ্ঠানের নামে জায়গা দখল, ১ নং খতিয়ানভুক্ত জমি দখল, সহকারী কমিশনার ভূমির কার্র্যালয়ে জমি দখল, উপজেলা প্রাণিসম্পদের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ, অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়াসহ ক্ষমতায় থাকাকালীন নিজ ছেলের ও ভাইয়ের নামে হাটবাজার ইজারা গ্রহণ করেন। এ ছাড়াও দলীয় প্রভাব খাঁটিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে সংগঠনকে পারিবারিকীকরণ, দলীয় নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় দলীয় কোন্দল সৃষ্টি করে দলের মধ্যে বির্তকিত সৃষ্টি করেন।
সংবাদ সম্মেলনে তাদের দাবি, উপজেলার আওয়ামী লীগের আংশিক কমিটি ভেঙে পূর্ণাঙ্গ কমিটি করার দাবি জানানো হয়।


আরো সংবাদ



premium cement
মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

সকল