পাথরঘাটায় অপরাধীদের শাস্তির দাবিতে মানবন্ধন
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ০৯ জুলাই ২০২৪, ০০:০৫
বরগুনার পাথরঘাটায় এক লাইব্রেরিতে আটকে রেখে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ ও ভিডিও ধারণ করায় ‘আত্মহত্যা’র ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত রোববার পাথরঘাটা শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন করা হয়েছে।
শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য দেন, মির্জা শহিদুল ইসলাম খালেদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট জাবির হোসেন, কানিজ ফাতিমা বিনা, মুনিরা ইয়াসমিন খুশি, অমল তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ জুন চরদুয়ানী বাজারের মিনা লাইব্রেরি অ্যান্ড কসমেটিকসের দোকানে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ২৮ জুন ওই ছাত্রী আত্মহত্যা করে। এ ঘটনায় তার মা বাদি হয়ে থানায় মামলা করেছেন।