আদমদীঘিতে ল্যাম্পি স্কিনে গরু মৃত্যুর ঘটনায় ঢাকার বিশেষজ্ঞ দলের পরিদর্শন
- আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
- ০৭ জুলাই ২০২৪, ০০:০৫
বগুড়ার আদমদীঘিতে ক্ষুরা রোগ ও ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে মাত্র তিন সপ্তাহে ৩০টি গরুর মৃত্যু ও প্রায় এক হাজারেরও অধিক গরু আক্রান্ত হওয়ায় বগুড়া জেলা প্রানীসম্পদ বিভাগের চিকিৎসক দল পরিদর্শনের পর এবার ঢাকার প্রানীসম্পদ বিভাগের একটি বিশেষজ্ঞ দল উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেন। পরিদর্শন দলের প্রতিনিধিরা গরুর মালিকদের সাথে কথা বলে রোগের লক্ষনসহ গরুর মৃত্যুর বিষয়ে কথা বলেন এবং কয়েকটি গরুর রক্ত পরীক্ষা করেন।
ক্ষুরা ও ল্যম্পী স্কিন রোগে একই গ্রামে ২১টি সহ উপজেলায় ৩০টি গরুর মৃত্যুর সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মলয় কুমারের দাপ্তরিক চিঠি পেয়ে গত শুক্রবার দিনব্যাপি ওই অধিদপ্তরের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিয়া সুলতানা ও ডা. মো. মহিবুল্লাহসহ কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষনাগারের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত গরুর মালিক ও এলাকা পরিদর্শন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা