১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাগনভূঞায় ছিদ্দিক নুরুন্নেছা স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

-

ফেনীর দাগনভূঞা উপজেলাধীন সদর ইউনিয়নে অবস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ ড. ফেরদৌস আহমদ কোরেশী প্রতিষ্ঠিত ছিদ্দিক নুরুন্নেছা মেমোরিয়াল জুনিয়র হাইস্কুলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপনের সভাপতিত্বে ও সুমন পাটোয়ারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মরহুম ড. ফেরদৌস আহমদ কোরেশীর ছোট ভাই ইকবাল আহমদ ছিদ্দিকী, জাফর হানাফী ছিদ্দিকী, ভাতিজা ড. ওহি ছিদ্দিকী, সরকারি আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আব্দুর রহিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল আহমদ ছিদ্দিকী এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, স্কুলটি আমার বড় ভাই ড. ফেরদৌস আহমদ কোরেশী ১৯৯৮ সালে স্থাপন করে গেছেন। এটি এলাকাবাসীর সম্পদ। আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সকল প্রকার সহযোগিতা করবো। আশা করছি আপনারা সবাই স্কুলের উন্নয়নে পাশে থাকবেন।
উল্লেখ্য, নানা সমস্যায় জর্জরিত হয়ে স্কুলটি প্রায় ৫ বছর পর্যন্ত বন্ধ রয়েছে।


আরো সংবাদ



premium cement