বাকেরগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ করে হত্যার অভিযোগে মামলা
- বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
বরিশালের বাকেরগঞ্জে ছাত্রলীগ নেতার বিরূদ্ধে ধর্ষণ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গত বুধবার নিহত কলেজছাত্রী লোপা আক্তারের মা জেসমিন বেগম বাদি হয়ে অভিযুক্ত রিয়াজ হাওলাদার ও রাকিবুল হাওলাদারের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ধর্ষণ করার পর হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত রিয়াজ হাওলাদার বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও নিহত লোপার চাচাতো ভাই। এ দিকে এ ঘটনায় ভিকটিমের সহপাঠী ও এলাকাবাসীর পক্ষ থেকে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কামারখালি আলহা হযরত আলী ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া বলেন, আমরা দাড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াজের বিরুদ্ধে অভিযোগ পেয়ে জেলা নেতৃবৃন্দের কাছে জানিয়েছি। শিগগিরই তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, এ রকম একটি ঘটনা শুনেছি। এখন পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা