চট্টগ্রামে আ’লীগ নেতার জুয়ার ক্লাবে অভিযান, আটক ৩২
- চট্টগ্রাম ব্যুরো
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
চট্টগ্রাম নগরের খুলশী থানার একটি জুয়ার ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জুয়া খেলার আয়োজক দুই ওয়ার্ড আওয়ামী লীগ নেতাসহ ৩২ জনকে আটক করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানা পুলিশ এই অভিযান চালায়।
চট্টগ্রাম নগরের ওয়াসার মোড়ে মুনতাসির টাওয়ারের সপ্তম তলায় অবস্থিত পাহাড়তলী ক্লাব নামের আড়ালে নিয়মিত বসছিল এই জুয়ার আসর। পুলিশের আকস্মিক অভিযানে এ সময় জব্দ করা হয় জুয়াখেলার সরঞ্জাসহ নগদ টাকা।
খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, অভিযানে ৩২ জনকে আটক এবং জুয়াখেলার সরঞ্জাম ও টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৫০) ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিশ্বজিৎ চৌধুরীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অভিযোগ আছে, দলীয় পরিচয় ব্যবহার করে মিজানুর রহমান দীর্ঘ দিন ধরে এই জুয়ার ক্লাব পরিচালনা করে যাচ্ছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা