১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ছাত্রীর শ্লীলতাহানি

আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারাগারে

-

যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হওয়া আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিদ্যালয়টির নবম শ্রেণীর এক ছাত্রীর দায়ের করা মামলায় গত মঙ্গলবার রাতে আলীকদম থানার পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক বদিউল আলমকে আটক করে। এ মামলায় অপর আসামি বিদ্যালয়টির সহকারি শিক্ষক বাবলুর রহমান ওরফে জোবাইর পলাতক রয়েছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক বদিউল আলম বরিশাল সদরের কাসেম আলী বেপারির ছেলে এবং সহকারী শিক্ষক বাবলুর রহমান ওরফে জোবাইর যশোরের কেশবপুর উপজেলা সাগরদাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তারা আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মামলার বাদি ভুক্তভোগী ছাত্রীটিকে যৌন হয়রানি ও হুমকি প্রদান করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
জানা গেছে, গত ৪ জুন যৌন হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধনের চেষ্টা করে ওই স্কুলের ছাত্রীরা। বিদ্যালয় পরিচালনা কমিটির আশ্বাসের পর তারা মানববন্ধন স্থগিত করে।
বান্দরবান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষকের জামিন নামঞ্জুর হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement