১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে সেনাসদস্যের মৃত্যু

-

সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে আফজাল হোসেন (২৬) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের নিজ বাড়িতে ফ্যানের সুইচে বিদ্যুতায়িত হওয়ার পর সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সেনাসদস্য আফজাল হোসেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। তিনি বান্দরবান জেলা সদরে সৈনিক পদে কর্মরত ছিলেন।
সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই জানান, আফজাল হোসেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। গতকাল বুধবার তার ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে সে নিজের ঘরে ফ্যান চালাতে যায়। ওই সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন।
পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement