১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিভিন্ন পৌরসভার বাজেট ঘোষণা

-

দেশের বিভিন্ন পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
দাউদকান্দি
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, দাউদকান্দি পৌরসভা মিলনায়তনে গতকাল রোববার দুপুরে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌরমেয়র নাইম ইউসুফ শেইন। তিনি রাজস্ব ও উন্নয়নসহ বাজেটের আয় ধরেছেন ৩৫ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৬০৪ টাকা। ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি, ৮৭ লাখ ৬০ হাজার টাকা। সমাপ্তি জের ধরা হয়েছে চার কোটি, ৪৩ লাখ, ৮৮ হাজার ৬০৪ টাকা। বাজেট অনুষ্ঠানে হিসাবরক্ষক শাহাদাত হোসেন, নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো: মনিরুজ্জামানসহ পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থবছরে ৬৭ কোটি ৫৭ লাখ পাঁচ হাজার ৬৫ টাকার বাজেট পেশ করা হয়েছে। গতকাল রোববার পৌর সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট সভায় মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে চার কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৫০৮ টাকা আয় ও চার কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৮৯৮ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৬২ কোটি ১৮ লাখ ৪০ হাজার ৫৫৭ টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। মূলধনী আয় ও ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ৮৫ হাজার টাকা। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ লাখ ৪৩ হাজার ৬১০ টাকা।
সভায় উপসহকারী প্রকৌশলী নুরুল ইসলামের সঞ্চালনায় সহকারী প্রকৌশলী ফেরদৌস ইসলাম, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, ওয়ার্ড কাউন্সিলর দীল মোহাম্মদ চৌধুরী ও আতোয়ার রহমান লিটন, হিসাবরক্ষক ফিরোজ হোসেন, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল ও সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু এবং উপজেলা প্রেস ক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক বক্তব্য রাখেন।
কাহালু
কাহালু (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার কাহালু পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের ৩৮ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৯৫ টাকা ২৫ পয়সার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৬ লাখ ছয় হাজার ৮৭১ টাকা ২৮ পয়সা।
গতকাল রোববার বিকেলে কাহালু পৌরভবনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী এখলাস হোসেন, সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, প্যানেল মেয়র ইউসুফ আলী, কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল, ইব্রাহীম আলী, দেলোয়ার হোসেন বাদল, শাহজান শাহ, জাহেদুর রহমান, আব্দুল আলীম, মোজাম্মেল হক মোজাম, আরিফুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর রশিদা আক্তার বাবলী, শিউলি রানী দেব, পৌর ক্যাশিয়ার রফিকুল ইসলাম, বগুড়া জেলা পৌর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাকরুল ইসলাম, কাহালু উপজেলা পৌর অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরো সংবাদ



premium cement
ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি

সকল