১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিভিন্ন পৌরসভার বাজেট ঘোষণা

-


দেশের বিভিন্ন পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বগুড়া
বগুড়া অফিস জানায়, ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বগুড়া পৌরসভা ২৭১ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ১৩৫ টাকার বাজেট ঘোষণা করেছে। গতকাল রোববার পৌর শহীদ টিটু মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র রেজাউল করিম বাদশা। বাজেটে রাজস্ব আয় প্রায় ৮০ কোটি টাকা এবং উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ১৮০ কোটি টাকা ধরা হয়েছে। বাজেট বক্তব্যে মেয়র বাদশা বলেন, বগুড়া পৌরসভা দেশের সবচেয়ে বড় পৌরসভা হলেও সরকারের উন্নয়নসহায়তা অপ্রতুল। পৌরসভার আয়তন ৭০ বর্গকিলোমিটার এবং ১০ লাখ মানুষ বাস করেন। ফলে নিজস্ব আয় দিয়ে বড় প্রকল্প বাস্তবায়ন করা যায় না। তবুও পৌরসভার নিজস্ব আয়ে গত অর্থবছরে ১৭ কোটি টাকা উন্নয়নকাজ করা হয়েছে। বগুড়াকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে এবং সিটি করপোরেশনে উন্নীত করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পৌরসভার মাস্টার প্ল্যান থাকতে হবে। নকশা অনুযায়ী ভবন নির্মাণ করতে তদারক করতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আখতার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন, টিএমএসএসর উপনির্বাহী পরিচালক ডাক্তার মতিউর রহমান, লাইট হাউজের নির্বাহী পরিচালক হারুন আর রশিদ, সিনিয়র সাংবাদিক রেজাউল হাসান রানু, জে এম রউফ, রাহাত রিটু, মোহর আখন্দ। এ ছাড়া অনুষ্ঠানে প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, আলহাজ শেখ ও শিরীন আক্তার, কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, রুহুল কুদ্দুস ডিলু, ইকবাল হোসেন রাজু, নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

নড়াইল
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল পৌরসভায় আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮৮১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। এখানে রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৮১ টাকা। উন্নয়ন খাতে এক কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে। বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, আওয়ামী লীগ নেতা খন্দকার মাসুদ, রওশন আরা কবির লিলি, মেশকাতুল ওয়ায়েজীন লিটু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম, হিসাবরক্ষক সাইফুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর সরদারসহ অনেকে।

কুড়িগ্রাম
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার পৌরসভার সভাকক্ষে মেয়র কাজিউল ইসলাম ৩৩ কোটি তিন লাখ ৭৪ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শামিমা আক্তার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল হক শাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবি বোস, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাংবাদিক শ্যামল ভৌমিক প্রমুখ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা ও উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ১১ লাখ ৬১ হাজার ৪০০ টাকা।

 


আরো সংবাদ



premium cement
জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩ রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

সকল