হাতিয়ায় মসজিদের পুকুরে ধরা পড়ল ইলিশ
- নোয়াখালী অফিস
- ৩০ জুন ২০২৪, ০০:০৫
নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে ধরা পড়েছে ১০টি রুপালি ইলিশ। মাছগুলো ছোট, ওজনে ২০০-২৫০ গ্রাম হওয়ায় আবার পুকুরে ছেড়ে দেয়া হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলার হরণী ইউনিয়নের শরীয়তপুর মসজিদের পুকুরে জাল টানলে মাছগুলো ধরা পড়ে।
এলাকাবাসী জানান, গত বছর জোয়ারের পানিতে উপজেলার হরণী ইউনিয়নের শরীয়তপুর মসজিদের পুকুরে ইলিশের পোনা ঢুকে। কিছু দিন আগে মসজিদের পুকুরটি মাইজদী শহরের ডাক্তার আক্তার হোসেন ওরফে অভি নামে এক ব্যক্তি লিজ নেন। সকালে তিনি মসজিদের পুকুরে জাল টানেন। এ সময় ১০টি রুপালী ইলিশ উঠে আসে তার জালে। মাছগুলো ছোট হওয়ায় সেগুলো পুকুরেই ছেড়ে দেয়া হয়।
এ সময় মাছগুলো দেখার জন্য অনেক মানুষ ছুটে আসে। গত ১০-১৫ দিন আগেও এই পুকুরে জাল টানলে ২০-২৫টি ইলিশ মাছ উঠে। ধারণা করা হচ্ছে, এই পুকুরে আরো ইলিশ রয়েছে। তবে এই অঞ্চলের প্রায় পুকুরেই ইলিশ মাছ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে জানতে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসানের মুঠোফোনে কল করা হলেওতিনি কল রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা