১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নয়া দিগন্তে সংবাদ প্রকাশের ৫ দিনের মাথায় পরিষ্কার হলো সেই ময়লার ভাগাড়

-

গত ২২ জুন দৈনিক নয়া দিগন্তের সপ্তম পাতায় ‘বর্জ্য ব্যবস্থাপনায় নাজুক অবস্থা’ শিরোনামে সংবাদ প্রকাশের পাঁচ দিনের মাথায় পরিষ্কার করা হয়েছে গলাচিপার সেই আলোচিত ময়লার ভাগাড়। গত শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হোটেল আল মামুনের পশ্চিম পাশের পুকুরটিও পরিষ্কার করে দিয়েছেন ‘বিডি ক্লিন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এ সময় গলাচিপা পৌরসভার গাড়ি ব্যবহার করে ময়লা অপসারণ করা হয়েছে। পুকুর পরিষ্কার কার্যক্রমে অংশ নেন প্রিতম, সজিব, মাহফুজ, রিয়ান, টুম্পা, বীথিসহ ৫০ জন স্কুল ও কলেজপড়–য়া শিক্ষার্থী।
পরিষ্কার কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন- গলাচিপা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল, ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন নবী, এম এম আসাদুজ্জামান আরিফ, প্রধান শিক্ষক রেদওয়ান তালাল, ৭১ টিভির সাংবাদিক সাকিবুল হাসান সাকিব, গলাচিপা সংবাদের সাংবাদিক আরেফিন লিমন প্রমুখ।


আরো সংবাদ



premium cement