নড়াইলে মিশন গ্রিনের বৃক্ষ রোপণ
- লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
- ৩০ জুন ২০২৪, ০০:০৫
সারা দেশের ৬৪ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় বৃক্ষরোপণ আলোচনা সভা ও দিনব্যাপী গাছের চারা বিতরণের আয়োজন করেছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি)। এ আয়োজনের সহযোগী ছিল হেলদি লিভিং, আশা, সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং স্থানীয় আলোক নিশান ফাউন্ডেশন।
গত শুক্রবার লোহাগড়ার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভা ও চারাগাছ বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, খায়রুল ইসলাম, লোহাগড়া পৌর প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি প্রমুখ।
বিশেষ বক্তব্যে মিশন গ্রিন বাংলাদেশের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও জনসংখ্যার চাহিদার সাথে মিল রেখে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আর এই বর্ষা মৌসুম গাছ রোপণের উত্তম সময়।
আহ্বায়ক আহসান রনি বলেন, দেশের ৬৪ জেলায় বৃক্ষরোপণ উৎসবে ক্যাম্পেইনটা আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। দেশের প্রতিটি জেলা, উপজেলায় বৃক্ষরোপণের সচেতননতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। আমরা চাই, সবাই মিলে ফুলে-ফলে ভরা সবুজ বাংলাদেশ গড়ব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা