সন্দ্বীপে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ
- ২৬ জুন ২০২৪, ০১:৩৩
চট্টগ্রামের সন্দ্বীপে গত সোমবার মাদকের ভয়াবহতা নিয়ে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি ও সন্দ্বীপ অধিকার আন্দোলন যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদের ভিতরে পথসভা শেষে কমপ্লেক্স এলাকায় ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলার সহকারী ভূমি কমিশনার তাসফিক সিপাত উল্যা। পথসভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সন্দ্বীপ কমিটির সভাপতি মোহাম্মদ রুবেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোহাম্মদ সাকিল খান প্রমুখ। এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাফর ইসলাম, এমদাদ হোসেন, জয়দেব কাহার, মেহেদী হাসান, আরমান হোসেন তাইমুল হোসেন, আব্দুর রহমান, সাব্বির মাহমুদ, মোহাম্মদ রাফি, আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা