১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মধুপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

-

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ডে বিআরটিএ কর্তৃক নির্ধারিত গাড়ি ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুুপুরে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ঈদুল আজহার ঢাকা ফেরত যাত্রীদের কাছ থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত গাড়ি ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ধনবাড়ীর বিনিময় পরিবহনের দু’টি বাসকে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মধুপুর থানা প্রশাসন এ অভিযানে সহযোগিতা করে। আগামী দিনে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement