মহাদেবপুরে সাপের দংশনে কৃষকের মৃত্যু
- মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
- ২৩ জুন ২০২৪, ০২:০৯
নওগাঁর মহাদেবপুরে সাপের দংশনে মাহতাফ আলী মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ধর্মপুর গ্রামে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি রুহুল আমিন। নিহত মাহতাব আলী মণ্ডল ওই গ্রামের মৃত মোবারক আলী মণ্ডলের ছেলে।
জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে একটি ক্ষেতে লাগানো মরিচের জমি থেকে বৃষ্টির পানি বের করে দিতে যান কৃষক মাহতাব আলী। সেখানে একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ওসি বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা